আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আজ মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আ’লীগের উদ্যোগে আ’লীগ দলীয় কার্যালয়ে দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহ্ফিল এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ বিকেলে পৌরশহরে একটি আনন্দ র্যালি বের করে।
র্যালীটি আ’লীগ অফিস থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সন্ধ্যায় বন্দর চৌরাস্তায় আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের
সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আ’লীগ ও অঙ্গ সংগঠনের
উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আ’লীগ নেতা প্রশান্ত বসাকের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা শাখা আ’লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ সহ-সভাপতি জবায়দুর রহমান ও মুক্তার আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আ’লীগ নেতা এম এ মোমিন, জাহাঙ্গীর আলম, সাহেরুল ইসলাম, মহাদেব বসাক,মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমুখ।