সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার
রাম, লক্ষন, সীতা যখন বনবাসে, তখন রাম লক্ষনের অনুপস্থিতিতে সীতার যেন কোন ক্ষতি না হয় এজন্য কুটিরের চারপাশের একটি সুরক্ষা বৃত্ত আঁকা হয় যার নাম লক্ষ্মণ রেখা। এই লক্ষন রেখা কোন বহিঃশত্রুর পক্ষেই অতিক্রম করা সম্ভব ছিলো না।
ফলে রাবণ সীতাকে অপহরণের জন্য বারবার চেষ্টা করেও ব্যার্থ হয়।
পরে একদিন রাবণ ভিখারির ছদ্মবেশে সীতার কাছে ভিক্ষা চাইতে আসে। আগেই বলেছি রাবণের পক্ষে লক্ষ্মণ রেখা অতিক্রম করা সম্ভব ছিলো না।
তাই রাবণ সেই সুরক্ষা রেখার বাইরে দাড়িয়েই ভিক্ষা চাইতে থাকে।
সীতা লক্ষ্মণ রেখার ভিতরে দাড়িয়ে ভিক্ষা দিতে চেষ্টা করলে রাবণ বলে বাইরে এসে ভিক্ষা দাও না হলে খালি হাতে ফেরত যাই।
গৃহদ্বার থেকে ভিখারি খালি হাতে ফেরত গেলে পাপ হবে এই ভয়ে ভিখারি রুপি রাবণকে ভিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সীতা লক্ষ্মণ রেখার বাইরে আসা মাত্রই রাবণ সীতাকে অপহরণ করে লংকায় নিয়ে যায়।

এবার ভেবে দেখুন আপনার, তথা সমগ্র দেশবাসীর, তথা এই ধরনীর সমগ্র মানবজাতির রক্ষাকবচ, কোয়ারেন্টাইন নামক এই লক্ষণ রেখা আপনি অতিক্রম করবেন কিনা…..??
(—ডাঃ সুরেশ তুলসান, মেডিকেল কলেজ, কুষ্টিয়া )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *