এ টি এম জোবায়েদউর রহমান (জোউর),পার্বতীপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ি) আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় পার্বতীপুর অডিটোরিয়াম মাঠে মরহুমের ১ম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় শরিক হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, সিনিয়র সহ সভাপতি, এম এ আব্দুল ওহাব সরকার, বিএনপির কেন্দ্রীয় নেতা এ জেড এম রেজওয়ানুল হক, উপজেলা বিএনপির সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড.শহিদুল ইসলাম শান্তু, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশফিকুর রহমান বাবুল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন
পেশাজীবি সংগঠনের কর্মকর্তা সহ হাজারো মুসল্লী অংশ নেন।
মরহুমের দ্বিতীয় জানাযা নামাজ ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে সম্পন্ন হয়। ৩য় জানাজা নামাজ নিজ গ্রাম ফুলবাড়ী জামগ্রামে বেলা ৩টায় সম্পন্নের পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য গতকাল ২৯ সেপ্টেম্বর রোববার ঢাকার ল্যাবএইডে রাত ৮টার সময় তিনি ইন্তেকাল করেন ও দীর্ঘদিন যাবত থ্রটক্যানসারে ভূগছিলেন বলে পারিবারিক সুত্রে বলা হয়েছে।