জোবায়েদ উর রহমান জোউর, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

পার্বতীপুরে আজ (২৯ মার্চ) শুক্রবার ইলমে নববী আধুনিক শিক্ষা ও তারবিয়ার সমণ্বয়ে আদর্শ জাতি গঠনের প্রত্যয়ে তাহসিনুল কোরআন একাডেমির আয়োজনে এক ইফতার মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোরআন ও হিবজো শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এতদাঞ্চলে সর্বস্তরের মানুষ সহ মুসলিম সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তাহসিন আহমেদ নামক এক ধর্মপ্রাণ উদার যুবক কোরআন একাডেমিটি প্রতিষ্ঠিত করে ইতোমধ্যে ধর্মপ্রাণ ও ধর্মভীরু মানুষের হৃদয়ে বিশাল আসন করে নিয়েছে।

শহরের প্রাণকেন্দ্র থেকে পূর্বে এক কিলোমিটার দূরে পার্বতীপুর-রংপুর সড়কের পাশে প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে লাখ লাখ মুসলমানকে ধর্মের আকিদা পালনে ইঙ্গিত করছে। যা সত্যি সত্যিই হৃদয়ে নাড়া দেয়ার মত। খুব স্বল্প সময়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে বর্তমান হিবজো নাজেরার সংখ্যা ৩২ জন, একাডেমি শাখায় শিক্ষার্থীর সংখ্যা ১৫০ জন।

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, সেখানে প্লে-গ্রুপ থেকে ক্লাস ওয়ানের মধ্যেই শিশুদের কোরআন শিক্ষা বাধ্যতামূলক এবং তিনি তা করেও দেখিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, শিক্ষার্থীদের সকলেই কোরআন পাঠে পারদর্শী। তাহসিনুল কোরআন একাডেমিতে বর্তমান পরিচালক প্রধানের আপাতত দায়িত্ব পালন করছেন, প্রতিষ্ঠাতা মোঃ তাহসিনুল আহমেদ নিজেই। সেখানে শিক্ষক রয়েছেন ৯ জন। দ্বীনি শিক্ষার চমৎকার এই প্রতিষ্ঠানটিতে আবাসিক ব্যবস্থাপনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *