নিজস্ব প্রতিবেদকঃ
০১-০৮-২১ইং রবিবার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আদমজী রোডে চৌধুরী বাড়ি পিএম গার্মেন্টস সংলগ্নে একটি পাট বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২০-৯৬৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে ভোর ৫ টায় ট্রাকটি উলটিয়ে পরে এতে করে এলাকাবাসীর মধ্যে এক আতংক বিরাজ করে।

ট্রাকটি উলটিয়ে পরাতে গার্মেন্টেসের সামনে রাস্তার পাসে গরে উঠা দুটি দোকান মরচে ভেঙে পড়ে এবং একটি বৈদ্যুতিক খুটি ভেঙে যাওয়ায় পূর্ব এনায়েতনগর এলাকার প্রায় ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে পরে সকাল থেকে বিদ্যুৎ অফিসের কর্মচারীগন এসে পুনরায় নতুন খুটি বসিয়ে বিদ্যুৎ সচলকরেন। এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও বিষাল অর্থের ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জানে আলম (৬৫) পিতাঃ মৃত রমিজ উদ্দিন।

পাট বোঝাই ট্রাকটি পাবনা থেকে ছেড়ে এসেছে এবং ট্রাকটি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আজিম মার্কেট কোয়াপারেটি পাট গোডাউনে পৌঁছাবার পথে এই ঘটনাটি ঘটে। ট্রাকের ড্রাইভার ও হেলপার কাউকে পাওয়া যায়নি। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এস আই আজিজুল ও তার টিমের সহযোগিতায় ট্রাকের বোঝাই করা পাট কোয়াপারেটি পাট গোডাউনের ম্যনেজার বিজন সাহ কে ৩২০/৫ টন পাট বুঝিয়ে দেয়।

এস আই জহিরুল জানায় ট্রাক টির চালক বা মালিকের সাথে এখনো যোগাযোগ হয়নি ট্রাক টি আমরা আইনি নিয়ম অনুযায়ী থানায় নিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *