মো জহুরুল ইসলাম।
নীলফামারী জেলা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি মোতাবেক দেশের সীমান্তবর্তী ও সর্ব উত্তরের জনপদ নীলফামারীর জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করা হয়েছে ।

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নবনির্মিত ৫৬৪৪ লিটার ধারন ক্ষমতা সম্পূর্ণ সেন্ট্রাল অক্সিজেন লাইনের ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন নীলফামারীর মাটি ও মানুষের নেতা নীলফামারী ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আসাদ্দুজামান নুর এমপি ।
পরে আসাদ্দুজামান নুরের পক্ষ থেকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলার জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী,

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব জয়নাল আবেদীন , পুলিশ সুপার জনাব মোখলেছুর রহমান ( বিপিএম, পিপিএম) , পৌরমেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন জনাব জাহাঙ্গীর কবির প্রমুখ সহ জেলার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন জাহাঙ্গীর কবির বলেন এই সেন্ট্রাল অক্সিজেন লাইনটি ৫৬৪৪ লিটার ধারন ক্ষমতা হওয়ার কারনে আমরা এই হাসপাতালে ৬৫০ টি সিলিন্ডার দিয়ে একসাথে ২০০ বেশি রোগী কে অক্সিজেন সাপ্লাই দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *