মোঃ মাসুদ রানা রিপোর্টারঃ

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার ১১ই অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আমিরুল ইসলাম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক, নীলফামারীর সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ধর্মীয় রীতি অনুসারে দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি নির্দেশনা কঠোর ভাবে মেনে চলার জন্য সকল পূজা মন্ডপের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

শারদীয় দুর্গাপূজায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দারের সাক্ষরিত শারদীয় দুর্গাপূজাকে সার্বিকভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা ও উপজেলা কমিটি গুলোকে ২৫ দফা দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *