ইউসুফ আলী প্রধানঃ নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্ভুক্ত জিমখানা এলাকায় রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে শাহ আলম বাহিনী । সড়কে চলাচল রত ইজিবাইক সহ পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শাহ আলমের প্রকাশে দেশী বিদেশী মদ সহ মাদক সেবন ও বিক্রি করে আর্সছেন দীর্ঘদিন যাবত। তবে এসব বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ করলেই মারধর ও খুনের যত ঘটনা ঘটলেই হুমকি দেয় শাহ আলমের বাহিনী।
শাহ আলম ও তার বাহিনী নিয়মিত স্থানীয় সড়কে চলাচলরত ইজিবাইক সহ যানবাহন থেকে চাঁদাবাজি করে। ইজিবাইক প্রতি ১২০ টাকা করে চাঁদা আদায় করে আর্সছে এই বাহিনী।

এসব ঘটনায় শাহ আলম এর মূল সহযোগী হিসেবে কাজ করছে জিমখানা এলাকার আলী আজমের ছেলে তানভীর (২০) ও পাইকপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে এমসি সোহেল। এরা প্রকাশে নিয়মিত মাদক সেবক ও বিক্রি সহ এলাকায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করছে। স্থানীয় ভাবে নিজের প্রভাব বিস্তার করতে নিয়মিত দাঙ্গা – হাঙ্গামা চালিয়ে যাচ্ছেন।

এমন এক ঘটনায় স্থানীয় বাসিন্দা মোমেনা খাতুন (৪২) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, মামলায় শাহ আলম’কে প্রধান করে তার সহযোগী তানভীর ও এমসি সোহেল’কে ১০৭/১১৪ এবং ১১৭ ধারার আসামি করা হয়। শাহ আলম ও তার বাহিনীর মাদক ও চাঁদাবাজির বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান নিয়মিত মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা হচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *