বন্দর প্রতিনিধি:
আইপিএল ও বিপিএল এর পর এবার ডিজিটাল অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পরেছে বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুব সমাজ।

গনমাধ্যমের কাছে এমন কথা জানিয়েছে সচেতন মহল। এর ধারাবাহিকতায় গত ২ আগস্ট রাত ২টায় জেলা কাউন্টার টেরেরিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার একরামপুর এলাকায় অভিযান চালিয়ে ডিজিটাল অনলাইনে জুয়া খেলার সময় অজয় বর্মন (২৭) নামে এক ডিজিটাল অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বন্দরে কৃষক, শ্রমিক, ছাত্র, তরুনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পরছে এ জুয়ায়। প্রতিটি পাড়া মহল্লার উঠতি বয়সের ছেলেদের মোবাইল ফোনে এখন শোভা পাচ্ছে ডিজিটাল অনলাইনের বিভিন্ন জুয়া খেলার এ্যাপস। ডিজিটাল অনলাইন জুয়ার আসরে প্রতিদিন উড়ছে লাখ লাখ টাকা। মাদকের মত ডিজিটাল অনলাইন জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র স্থানে। এ খেলায় বোজি ধরে নিঃস্ব হয়ে পরেছে অনেকে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি।

জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া। ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কপোর্রেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে বিভিন্ন পাড়া মহল্লায় চলছে সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে ডিজিটাল অনলাইন জুয়ার আসর।

এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মফিজুল ইসলাম মুন্সি জানায়, ডিজিটাল অনলাইন জুয়ার আসর জমে উঠার কারনে বন্দরে আইন শৃঙ্খলা মারত্নকভাবে অবনতি ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উজেলার সচেতন জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *