শুক্রবার (২৯ নভেম্বর ) সন্ত্রাস,চাঁদাবাজ কিশোর গ্যাং এর নৈরাজ্যের বিরুদ্ধে অধ্যাপক মামুন মাহামুদের জনসভায় লিয়াকত হোসেন লেকুর নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে উপস্থিত হয়েছে।
লিয়াকত আলী বিগত সময় নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচ করেন, জন প্রিয়তা থাকা সত্ব্যেও নদীর উল্টো স্রোতে পরাজিত হন। গত ৫ই আগষ্টের পর থেকে জন স্রোত বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৯ নভেম্বর) জালকুড়ি স্কুল মাঠে অধ্যাপক মামুন মাহমুদে’র জনসভায় এক হাজারের অধিক নেতা কর্মী নিয়ে উপস্থিত হয়েছেন।
উক্ত শোডাউনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ১০ নং ওয়ার্ড বিএনপি লিয়াকত আলী লেকু, ১০ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন বাদল,সভাপতি ১০ নং ওয়ার্ড যুবদল জুয়েল রানা, ১০ নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আইনুল হক, মফিজুল করিম,মনিরুজ্জামান পাটুয়ারী, মতিউর রহমান,জাঙ্গীর হোসেন রাজু, জানে আলম,আমির হোসেন, মনির হোসেন তাঁরা, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন সানি,আল-আমীন, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, আবুল হোসেন, শাহীন, মিলন,নাসির, শাহআলম, তরুণ দলের নেতা ইমরান হোসেন খান,হারন অর রশিদ, মাসুম, সুজন, সুমন,হাসান সহ হাজারো নেতা কর্মী প্রমুখ।