নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মানাধীন একটি বহুতল ভবনে কাজের সময় ক্রেনের তার ছিঁড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ভুঁইগড় এলাকায় সীমান্ত টাওয়ারে এই দূর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার বেহাকৈর গ্রামের শাহজাহানের ছেলে তোবারক ও সুনামগঞ্জ জেলার জামালপুর গ্রামের আবদুর রউফের ছেলে শহিদ। তারা দু’জনই ভবনটির নির্মান শ্রমিক ছিলেন। 

ক্রেনের ঠিকাদার আনোয়ার হোসেন জানান, নির্মান প্রতিষ্ঠান শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের অধীনে নির্মানাধীন নয় তলা ভবনটিতে সিড়ি লিফট (একসেলেটর) বসানোর কাজ চলছিলো। বিকেলে ক্রেনের সাহায্যে সেগুলো উপড়ে উঠানোর সময় হঠাৎ তার ছিঁড়ে নীচে পড়ে যায়।

এসময় এর নীচে চাপা পড়ে শ্রমিক তোবারক ঘটনাস্থলেই নিহত হয় । গুরুতর আহত অবস্থায় শহিদ নামে আরও এক শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শ্রমিক তোবারকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আরেক শ্রমিকের  মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *