নিজস্ব সংবাদদাতা: র‍্যাবের অভিযানে মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর কমান্ডার আতাউল্লাহ( ৪৮), সেকেন্ড ইন কমান্ড মোস্তাক (৬৬) সহ ১০ জন আরসা সদস্য নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ হতে র‍্যাব-১১ গ্রেফতার করেছে।


গোয়েন্দা সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাব-১১ এর আভিযানিক দল ১৬ মার্চ এবং ১৭ মার্চ রাতে ২টি টিমে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভুমিপল্লী আবাসিক এলাকায় এবং ময়মনসিংহ জেলার নতুন বাজার মোড়ে অবস্থিত নতুন বাজার গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে বর্ণিত মায়ানমার আরাকান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আতাউল্লাহ (৪৮)’ সহ ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০:১৩টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১১ এ বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতারের সময় তাদের নিকট থেকে মোট ৫১,৩৯,১০০/- নগদ টাকা, ইউএস ডলার ও রিঙ্গিত সহ অন্যান্য কিছু বৈদেশিক মুদ্রা, আরসার কমবাট ইউনিফর্ম, মোবাইল ফোন, চাকু স্টিলের চেইন ও ঘড়িসহ কিছু আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনূনী আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমদ (৬৬), মনিরুজ্জামান (৩৩), সলিমুল্লাহ (২৭), মোঃ হাসান(১৫), আসমত উল্লাহ (২৪), মোঃ হাসান (৪৩), মোসাম্মত আসমাউল হুসনা (২৩), মোসাম্মত শাহিনা (২২), মোসাম্মত সেনোয়ারা (১৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *