নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের নির্বাচন হতে পিছু হটলেন সদ্য সাবেক সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান সহ মোট সাতজন প্রার্থী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে নগরীর চাঁনমারীস্থ সংগঠনটির কার্যালয়ে নির্বাচন বোর্ড এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

উক্ত সময় উপস্থিত ছিলেন- নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।

ও-ই সংগঠনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা জানান- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (২০২৫-২০২৭) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গত সোমবার (৩ ফেব্রুয়ারী) প্রকাশিত বৈধ প্রার্থীদের মধ্য থেকে জেনারেল গ্রুপের ছয়জন মাসুদুজ্জামান, রতন কুমার সাহা, মোহাম্মদ বজলুর রহমান, মোঃ আঃ হাই রাজু, মাহফুজুর রহমান খান (মাহফুজ) ও এম. নাসির উদ্দীন। এবং এসোসিয়েট গ্রুপের একজন মোহাম্মদ মনিরুল ইসলাম সহ মোট সাতজন প্রার্থী গত বুধবার (৫ ফেব্রুয়ারী) নির্বাচন বোর্ড বরাবর তাদের প্রার্থীতা পদ প্রত্যাহার করেন। নির্বাচন বোর্ডের সিধান্তে তফসিল অনুযায়ী অবশিষ্ট ১৯জন প্রার্থীকে চূড়ান্তভাবে ঘোষণা করেছে।

জেনারেল গ্রুপে চূড়ান্ত প্রার্থীরা হলেন- মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ সোহাগ, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), মোঃ মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া, আব্দুল্লাহ আল-মামুন।

এসোসিয়েট গ্রুপে চূড়ান্ত প্রার্থীরা হলেন- মোঃ মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রপে চূড়ান্ত প্রার্থী শ্রী বিকাশ চন্দ্র সাহা।

এক প্রশ্নের জবাবে প্রবীর কুমার সাহা বলেন- যেহেতু এ-ই ১৯জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার মত আর কোন প্রার্থী নেই। সুতরাং এক্ষেত্রে নির্বাচনের কোন সুযোগ থাকছেনা। এ-ই ১৯ জন প্রার্থীই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হচ্ছেন। এখন তারাই এ সংগঠনের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি সহ তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *