২৫ (শে মার্চ )বিকেল ৫ টায়
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,মোঃ মিঠু হাসান তার নিজ উদ্যোগে, ২নং বাবুরাইল এলাকায় ২০০(শ) পরিবারের মাঝে আটা ও মাক্স বিতরণ করেন,
এ সময় তিনি জানান,
আমাদের সবাই কে যার যার জায়গায় থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে,
আর গত বছর ২০২০ সালে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২০২০ ২৫ শে মার্চ থেকে শুরু করেন সচেতনতা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে ছিলেন মিঠু হাসান,
আর গত বছর এই করোনা ভাইরাস আসার পর থেকে আজও পর্যন্ত মৃত্যু বরন করেছে অনেক প্রিয় মানুষ, আবারও হঠাৎ করেই করোনা ভাইরাস দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করল,, আবারও সেই মিঠু হাসান সবাইকে উদ্যেশ্য করে বলেন,সবাই সাবধানে থাকবেন ,নিরাপদে থাকবেন ।
নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন।
মাস্ক পরিধান করুন,অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করুন।
সার্বিক সহযোগিতা করেছেন,
মাসুদ রানা,রাসেল হায়দার, ফাহিম চৌধুরী, ফারাবী,জীবন বিন,
খাদিজা আক্তার ভাবনা,
কাদের,মোশাররফ হোসেন,
মোক্তার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সেচ্ছাসেবী সদস্যরা,