নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড লাকী বাজার নূর কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা ও মোঃ গোলাম সারোয়ার কল্যান টার্ষ্ট্র এর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শাকিলের জন্মদিন পালন করলেন শাকিলের ভাই ও বন্ধু মহল।
৬-০২-২২ ইং রোজ রবিবার রাত ১০ টায় লাকী বাজার নূর কমিউনিটি সেন্টারে এক সময়ের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ বর্তমান নাসিক ৮নং ওয়ার্ডের যাযাবর ব্যন্ডের প্রধান ভোকাল শিল্পী মাহাবুব ব্যন্ড সিঙ্গার শাফিন আহমেদ মাইলস্ এর জনপ্রিয় গান আজ জন্মদিন তোমার গান টি গেয়ে উপস্থিত সকলকে আনন্দ মুখরিত পরিবেশে করে শাকিল কে তার বড় ভাই ও বন্ধু মহলের আয়োজন করে কেক কেটে জন্মদিন পালন করলেন।
এসময় শাকিল কেক কেটে জন্মদিন পালন করে উপস্থিত সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে বলেন আজ আমি আনন্দিত কারণ আমি এমন একজন সু ভাগ্য বান মানুষ যে আমার জন্মদিনে আমার বড় ভাই ও আমার বন্ধুরা এতো আনন্দিত করছে আমাকে তা ভুলবার মতো নয় তাই আজ আমি সকলের প্রতি অনুরোধ করবো শুধু আমি নয় এই বাংলাদেশের সবাই যেন মিলেমিশে এমনই ভাবে একে অপরের প্রতি আনন্দ ভাগাভাগি করে জীবন যাপন করতে পাড়ি আল্লাহ আমাদের হেদায়েত দান করুক এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এমন করে সবার মাঝে বেচে থাকি।