ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ঃ

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউপির নির্বাচনি তফসিল ঘোষনা হয়েছে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আসন্ন দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণে প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীরা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন দলীয় প্রার্থীরা মাঠে জোরেশোরে দৌড়ে ঝাঁপ শুরু করেছে ।

গতকাল ২৯ সেপ্টেম্বর বুধবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে উপজেলার জলমা সহ অন্যান্য ইউনিয়নের প্রার্থীরা নিজেকে জানান দিতে মাঠে নেমে পড়েছে। অপরদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে ।

সে কারনে প্রার্থীরা স্ব-স্ব অনুসারীদের সাথে নিয়ে ভোটারদের সমর্থন পেতে গণসংযোগের পাশাপাশি দলীয় মনোনয়ন নিতে দলীয় হাইকমান্ডের কাছে লবিং অব্যহত রেখেছে । উপজেলা ৭ ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩ টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।

বাকি ৪ টি ইউনিয়নে দ্বিতীয় দফায় ভোট হবার সম্ভাবনা রয়েছে। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা আ’লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সেই বটিয়াঘাটায় প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৩ টি ইউনিয়নে একমাত্র আমীরপুরে নৌকার প্রার্থী জয়ী হয়েছে এবং বাকি ২ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। এব্যাপারে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, প্রথম ধাপের ইউপি নির্বাচনে স্থানীয় আ’লীগের দলীয় কোন্দল, সঠিক প্রার্থী নির্বাচন না করে স্বজনপ্রীতি ও অনিয়মের আশ্রয় নেয়াকে দায়ী করেছেন।

আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার জলমা ইউনিয়নে যে সকল প্রার্থীদের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, সে সকল সম্ভাব্য প্রার্থীরা হলেন, জলমা ইউনিয়নের মধ্য এলাকা আট গ্রাম সম্বলিত (অষ্টবাম) ও আদর্শগ্রাম চক্রাখালীর ছেলে উদীয়মান তরুণ সমাজ সেবক স্বতন্ত্র প্রার্থী সুমন রায়, আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, আ’লীগে যোগদানকারী বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আঃ গফুর মোল্লা,

উপজেলা আ’লীগের সদস্য ও দ্বানবীর হিসেব খ্যাত বিশিষ্ট সমাজ-সেবক আলহাজ্ব আসলাম তালুকদার, জলমা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায় , ওয়ার্ড আ’লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা নারায়ন চন্দ্র রায় এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক। বর্তমান ইউপি নির্বাচনে বিএনপি অংশ গ্রহন না করায় বিএনপির অনেক নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করছেন বলে জানা যায় ।

অন্যদিকে এ ইউনিয়নের সচেতন অভিজ্ঞ মহলের মন্তব্য, ক্ষমতাসীন আ’লীগ তাদের দলীয় মনোনয়নের ক্ষেত্রে সঠিক নেতা নির্বাচন পূর্বক নৌকা প্রতীকে মনোনয়ন বরাদ্দ না দিলে আ’লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত জলমা ইউনিয়নে আবারও নৌকার প্রতিকের প্রার্থী পরাজিত হতে পারে । সে ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা দেখা দেবে । এ ইউনিয়নে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেকে যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে মাঠে নেমে পড়েছে ।

তারা বিভিন্ন প্যানা, পোষ্টারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গণসংযোগ , সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে কূশল বিনিময় এবং অনুদান প্রদান করে চলেছে । পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় হাইকমান্ডের সাথে লবিং অব্যহত রেখেছে । সব মিলিয়ে উপজেলার শহর সংলগ্ন এ ইউনিয়নে চায়ের দোকান সহ সর্বত্র ইউপি নির্বাচনের হাওয়া পুরো দমে বইতে শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *