নিজস্ব প্রতিবেদক
সারাদেশে উৎসবমুখর পরিবেশে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে আওয়ামিলীগ অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ আওয়ামিলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে নাসিক ৮নং ওয়ার্ড ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে আওয়ামিলীগ অফিসে নাসিক ৮নং ওয়ার্ড আওয়ামিলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৮নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা, ৮নং ওয়ার্ড যুবলীগ, ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ,৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ,৮নং শ্রমিকলীগের নেতৃবৃন্দ সহ সাংবাদিক প্রমুখ।