মোঃ মাসুদ রানা, রিপোর্টার

লোহার ব্রিজে ভারী যানবাহন চলা নিষেধ থাকলেও তা মানতে নারাজ ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক।কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত।

দিনাজপুর এবং নীলফামারী জেলার সংযোগস্থল পুলহাট বাজার এলাকায় ইছামতী নদীর উপর একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এরপাশে যাতায়াতের জন্য একটি লোহার ব্রিজ তৈরি করা হয়। এ ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকা সত্ত্বেও প্রতিদিন ভোরবেলা থেকে শুরু করে সকাল সাতটা পর্যন্ত ঝুঁকি নিয়েই অবাধে যাতায়াত করতেছে এইসব বালুবাহী ট্রাক।

এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লোহার ব্রিজটি এবং প্রায়শই ঘটছে দুর্ঘটনা।ফলে প্রতিদিন এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা।দণ্ডবিধিতে কোনো সরকারি সম্পদের ক্ষতি করলে এর শাস্তি বিধান রয়েছে। ৪৩১ ধারা মোতাবেক সরকারি রাস্তার ক্ষতি সাধন দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের জন্য দায়ি ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম জেলসহ অর্থদণ্ডে দণ্ডিত হবে। স্থানীয়রা জানান পুলিশ প্রশাসন যেন এদিকে নজর দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *