মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লা তিতাস উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আসন্ন অর্থ বছরে দুই কোটি ৭ লাখ ৮১ হাজার ৮৫৮ টাকা বাজেট ঘোষণা করা হয়। যা গত অর্থ বছরের চেয়ে ২৩ লাখ ৪৯ হাজার ১৫৬ টাকা বেশী।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো: আনোয়ার হোসেন।
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, গৌরিপুর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো.ইব্রাহিম খলিল, তাছলিমা আক্তার,মোহনপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম ও পরিষদের সকল সদস্যবৃন্দসহ গণমান্য ব্যক্তিবর্গ ।