বন্দর প্রতিনিধি:
ড্রেজার ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি বিদ্রোহী গ্রুপের সাধারন সম্পাদক হাবিব মেম্বার ও তার সাঙ্গপাঙ্গদের সন্ত্রাসী হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার (২৭ অক্টোবর) রাতে ও সোমবার (২৮ অক্টোবর) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। ওই সময় স্থানীয় জনতা ২ হামলাকারিকে আটক করে গনধোলাই দেওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার আতাবর মিয়ার ছেলে কাউছার (৩৬) ও একই এলাকার হবিবর মিয়ার ছেলে মেরাজ (২৬)। আহতদের জখম অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। হাবিব মেম্বার গং কর্তৃক সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছ। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।

ক্ষতিগ্রস্থ বাড়ি গৃহিনী আশুরা বেগম জানায়, আমার ছেলে জাতীয় পার্টি রাজনিতী সাথে জড়িত ছিল। ঘারমোড়া এলাকায় তার একটি অফিস ছিল। আমার ছেলে জাতীয় পার্টি রাজনীতি সাথে জড়িত থাকার কারনে হাবিব মেম্বার ও তার লোকজন আমার ছেলে অনিকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

গত রোববার রাত ১১টায় সময় ঘারমোড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে হাবিব মেম্বার তার ২ ভাতিজা সাদ্দাম ও মঞ্জিল একই এলাকার আমানুল্লাহ মিয়ার ছেলে মাসুদ, চর ঘারমোড়া এলাকার তারাকাটা মামুন, ও ঘারমোড়া এলাকার ওয়াজল মিয়ার ছেলে আনোয়ার ও কোনাপাড়া এলাকার ইল্লা ফারুকসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন সন্ত্রাসী আমার ছেলে অনিকের নিকট ৫ লাখ টাকা দাবি করে। অনিক টাকা দিতে পারবে না বলে জানালে এ সময় সন্ত্রাসী মেম্বার হাবিবসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে আমার বাড়ি হামলা চালিয়ে ঘরের আসভাবপত্র ব্যাপক ভাংচুর চালিয়ে স্ট্রীলের আলমারিতে রক্ষিত নগদ ৭ লাখ টাকা ও সাড়ে ৪ ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ছাড়াও হামলাকারিরা বাসেদ মিয়ার একটি টিনের ঘরে ভাংচুর চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *