আলিফ তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার আড়ালে উচ্চ সুদে (দাদন) অবৈধ আর্থিক লেনদেন করার অভিযোগ উঠেছে। সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মাইক্রোক্রেডিট রেগুলেটারী অথারেটির লাইসেন্স ব্যতিত কোনো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ বা ঋণ বিতরণ (আর্থিক লেনদেন) করতে পারবেন না করলে সেটা বেআইনি ও দন্ডনীয় অপরাধ। এদিকে এসব অবৈধ লেনদেনের কারণে ডাচ্ বাংলা ব্যাংকের ভাবমুর্তি ক্ষুন্ন ও সাধারণের মাঝে নেতিবাচক মনোভাবের সৃস্টি হচ্ছে।

জানা গেছে, উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা হাটে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট কার্যালয়ে বাজার সমিতির নামে অবৈধভাবে সঞ্চয় গ্রহণ ও উচ্চ সুদে ঋণ বিতরণ করা হচ্ছে যা ব্যাংক নীতিমালা পরিপন্থী ও সম্পুর্ণ অবৈধ। এবিষয়ে জানতে চাইলে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট দরগাডাঙ্গা হাট শাখার স্বত্ত্বাধিকারী মুহা, মিঠু বলেন, তারা সমবায় অফিসের অনুমতি নিয়ে বৈধভাবে বাজার সমিতি থেকে সঞ্চয় গ্রহণ ও ঋণ বিতরণ করছেন, তিনি বলেন, মাঠে তাদের প্রায় কোটি টাকা ঋণ বিতরণ করা আছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, তিনি কোনো অভিযোগ পাননি, তবে এবিষয় বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *