আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগে থানায় অভিযোগ দিয়েছে দৈনিক দেশবাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মামুন অর রশিদ। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন জড়িত বিএনপি নেতা জবায়দুল হক চৌধুরীকে দলের সকল প্রকার পদ ও পদবী থেকে বহিস্কার করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দলের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বহিস্কারের আদেশ দেন।

অন্যদিকে, সদ্য বহিস্কৃত বিএনপি নেতা জবায়দুল হক চৌধুরীর বিরুদ্ধে রুহিয়া থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এবং পুলিশ অভিযোগপত্রটি এন্টি করেনি বলেও অভিযোগ গণমাধ্যমকর্মীদের। অপদিকে, সাংবাদিক পেটিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেরাচ্ছে অভিযুক্ত জবায়দুল।

সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত জবায়দুল হক চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জেলার রানীশংকৈল উপজেলার সাংবাদিকরা। ঘটনার ২২ ঘন্টা অতিক্রম হলেও কেন আসামিকে পুলিশ গ্রেপ্তার করছে তাঁর তীব্র প্রতিবাদ জানায়। তাঁরা বলেন, পুলিশ কার ইশারায় ওই চাঁদাবাজ-ভূমিদুস্যুকে গ্রেপ্তার করছে না। তাঁর খুঁটির জোর কথায়? জেলার কোন নেতার ইন্ধন আছে এই চাঁদাবাজের প্রছনে তা খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিৎ দলের হাইকমান্ডের। এসময় চাঁদাবাজ জবায়দুল কে গ্রেপ্তার না করলে থানা ঘেরাও করার কর্মসূচী দেওয়া হবে বলে জানান সাংবাদিকেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *