নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড এনায়েতনগর রমজান আলীর ভাড়াটিয়া ঝর্ণা আক্তার হ্যাপি (১৪) নামের একটি মেয়ে নিখোঁজ হয়েছে।

গত শনিবার ১৪ সেপ্টেম্বর আনুমানিক সময় বিকেল ৩.ঘটিকায় ঝর্ণা লাল রঙের থ্রি পিছ পরে বাসা থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি, এদিকে মেয়েকে আশেপাশে ও পরিচিত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজে না পেয়ে বাবা,মা প্রায় পাগল পান হয়ে বইছে পরিবারে শোকের ছায়া।
ঝর্ণা আক্তার নেত্রকোনা জেলা,মোহনগঞ্জ থানা,বটতলী বানিহাড়ি ইউনিয়নের কলুংকা গ্রামের মোঃ আওয়াল মিয়ার মেয়।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নজরে বা সন্ধান পেয়ে থাকেন। দয়া করে এখানে দেওয়া উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন বাবা মোঃ আওয়াল মিঞাঃ 01745519733