নিজস্ব প্রতিবেদকঃ
নাসিক ৮নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষ একত্রে শোক র্যালী করেছেন।
১৩ আগস্ট রোজ শনিবার
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার নেতৃত্বে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ মহিলা আওয়ামীলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দর অংশ গ্রহণের মধ্যে দিয়ে এক শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শোক র্যালীতে আরো অংশ গ্রহণ করেছেন বীর মুক্তিযুদ্ধা সমাজ সেবক, সমাজ কর্মী পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
র্যালীটি নাসিক ৮নং ওয়ার্ড তাঁতখানা স্কুল মাঠ থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালায় এসে উপস্থিত নেতৃবৃন্দ ও কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বক্তব্যের মধ্যে দিয়ে শেষ করেন।
এসময় বক্তব্য রাখেন গোদনাইল ইউনিয়ন সাবেক যুবলীগের সহ সভাপতি মোঃ শাহজাহান, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা এস এইচ এম মাহাবুব আলম, সমাজ কর্মী মোঃ জুলহাস মিয়া এবং কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
বক্তব্যে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন শুধু মাত্র এই আগস্ট মাস আসলেই সেই রাজাকের বংশধর জেগে উঠে দেশে আরেকটি ১৫ ই আগষ্ট তৈরী করতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের রুপকার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর মানুষের আস্থা ও দোয়া আছে চাইলে আর সম্ভব হবে না,
তাই হুশিয়ার করে বলতে চাই দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে যদি কোনো রাজাকার দেশকে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেন তা হলে আমরা কারো হুকুমের অপেক্ষা না করে বঙ্গবন্ধুর মতো ঝাপিয়ে পড়তেও দ্বিধাবোধ করবো না।