খাদিজা আক্তার ভাবনাঃ
সর্বকালের সর্বশ্রেষ্ট্র বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র্যালি করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে বুধবার (২৪ মার্চ-২০২১ইং) বিকেলে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর চাষাঢ়া থেকে ২ নং রেল গেট ঘুরে নারায়ণগঞ্জ ক্লাব লি: মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়
সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ র্যালিতে অংশ নেওয়ায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা ছাত্রলীগের নেতা-কর্মীদের জননেতা শামীম ওসমান এমপি ও তার পুত্র তারুন্যের অহংকার অয়ন ওসমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আরশাফুল ইসমাইল রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ছাত্রলীগ নেতা আহম্মেদ কাউসার,আরিফ চৌধুরী, রাজু আহম্মেদ সুজনসহ অন্যান্যরা।
দুপুর ২টার পর থেকে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে জড়ো হতে থাকে। রং-বেরংয়ের ব্যানার-ফেস্টুন,ব্যান্ড বাদ্য নিয়ে মিছিলগুলো আসতে থাকে। পরে বিকেল ৩টায় শুরু হয় মূল র্যালি।