মোহাম্মদ এরশাদুল হক চট্টগ্রাম
বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চলছে আওয়ামী লীগ আয়োজিত জনসভা। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আগত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন।
রোববার দুপুর সোয়া ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই জনসভা। এখন স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে আসবেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় এক এক এলাকার নেতাকর্মীরা একেক রঙের টিশার্ট পরে যোগ দিয়েছেন। এর মধ্যে লাল রঙের টিশার্টে পটিয়া, কমলা রঙের টিশার্টে সন্দ্বীপ, গোলাপি রঙের টিশার্টে রাউজানের নেতাকর্মীরা এসেছেন।
জনসভা সঞ্চালনা করছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
১০ বছরের বেশি সময় পর চট্টগ্রামে কোনো জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও সরকারপ্রধান। এই জনসভা থেকে দলীয় প্রধান আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণকে স্মার্ট বাংলাদেশের রূপরেখা দেবেন।
জনসভায় যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার-ব্যানার হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে বাস ও ট্রাকযোগে লোকজন আসতে শুরু করে। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠ ছাপিয়ে নেতাকর্মীরা আশপাশের এলাকায় অবস্থান করছেন।
২০১২ সালের ২৮ মার্চ সর্বশেষ চট্টগ্রামে জনসভায় এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা। সেদিন তিনি পলোগ্রাউন্ডে ১৪ দলের মহাসমাবেশে যোগ দিয়েছিলেন। ১০ বছর ৯ মাস পর একই মাঠে আবার ভাষণ দেবেন সরকারপ্রধান। এ উপলক্ষে উৎসবের রঙ লেগেছে পুরো চট্টগ্রামে।