রুহুল আমিন, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, অনেক নেতারা আমাকে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নৌকা মার্কা নিয়ে আসেন তাহলে আপনার পাশে আছি। যদি কি? নৌকা তো আমার কাছেই। জননেত্রী শেখ হাসিনা তো নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন। কারণ আমি বর্তমানে নৌকার নির্বাচিত সংসদ সদস্য।

আমার কোন কর্মকান্ডে যদি শেখ হাসিনা অসন্তুষ্ট হন তবেই আমার কাছ থেকে নৌকা ছুটে যাবে। তবে সেটা হবে আমার রাজনৈতিক ব্যর্থতা। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা নিজে নারী তাই নারীরা পিছনে পড়ে থাকুক তা সে চান না। কারণ নারীরা কখনো দুর্নীতিবাজ হয় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দিবেন।

পুটাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমূল্য সরকারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি মথুরনার্থ সরকার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, বেতিলা-মিতরা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গিনি, সহ-সভাপতি আব্দুল আজিজ, সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *