মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেনলায় বিভিন্ন আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠান পালন করেছেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ।

(২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ) দুপুরে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে কেক কাটা সহ বিভিন্নভাবে আনন্দ র‍্যালী কর্মসূচি এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলার ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও এরশাদুর রহমান রিয়াদ এই আয়োজন করেন এসময় লোহাগাড়া উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থার প্রতিক দেশের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ জননেত্রীর ওপর আস্থা এবং ভালোবাসা রেখে প্রিয় নেত্রীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করবে বলে জানায়।

তিনি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীরা যেনো জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে সোনার বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান পরে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *