আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের পটিয়া

চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৫নং ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতির বিরুদ্ধে জাল সনদ এবং সঠিক ওয়ারিশিয়ান সনদ বাতিলের অভিযোগ এনে চট্টগ্রাম জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রনালয় ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দীপক ব্যর্নাজী নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে ১ সপ্তাহের মধ্যে সরেজমীনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া ছনহরা ইউনিয়নের গুয়াতলী ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্ধা দিপক ব্যানার্জীর মায়ের জন্মসনদটি মিল্টন নামের এক ব্যাক্তির আবেদনের ভিত্তিতে গত ২৮-১২-২০১৯ইং চেয়ারম্যান জন্মসনদটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ বলে ঘোষণা করেন। যা আইনী ভাবে অবৈধ। পরর্বতীতে এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি গত ১২-৯-২২ইং তারিখে চেয়ারম্যানকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেন। অভিযোগে দিপক ব্যানার্জী আরো উল্লেখ করেন, চেয়ারম্যান এলাকার কিছু ভূমিদস্যুদের সাথে যোগসাজসে এই কাজ করেছেন। চেয়ারম্যান বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগে তিনি উল্লেখ করেন।

এবিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতী জানান, আমি চাইলে কাউকে জন্ম সনদ দিতে পারিনা। নিয়ম অনুযায়ী জন্ম সনদ নিবেন জন্মস্থানের ইউনিয়ন থেকে। যদিও উনার নামে ছনহরা ইউনিয়ন থেকে একটি ভুয়া জন্মসনদ ছিল তাও সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার আমলের। স্বরস্বথী ব্যানার্জীর জন্মসনদ বিষয়ে আমরা জানতে কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান জসিমকে লিখিত চিঠি প্রদান করি। এই চিঠির জবাবে তিনি আমাদের জানিয়েছেন স্বরস্বথী ব্যানার্জী নামের কেউ উনার ইউনিয়নে নেই। স্বরস্বথী ব্যানার্জীর জন্মস্থান ছনহরায় না হওয়ায় নিয়ম অনুসারে তার জন্মসনদ বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *