এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
অজস্র মানুষের ভালবাসায় সিক্ত হয়ে শিবগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে নামাজে জানাজা শেষে হয় তিনার, চীরনিদ্রায় শায়িত হলেন ওজিউল ইসলাম ওজু মিয়া ।
আজ বিকেল সাড়ে ৫ টায় জানাজা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয় ।

জানাজা পূর্ব সভায় বক্তব্য রাখেন বিএনপি সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ডাবলু, শিবগঞ্জ উপজেলা ও জেলা ঠিকাদার সমিতি,শিবগঞ্জ শিল্প ও বনিক সমিতি, বিএনপি,জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

শিবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাগানটুলি গ্রামের মরহুম তাজ উদ্দীনের ছেলে, শিবগঞ্জ পৌরসভায় গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী
ওজিউল ইসলাম ওজুল মিয়া ২১ মার্চ সকাল ৭ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ২১ ফেব্রুয়ারী তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পর তাকে শিবগঞ্জের বাসায় নিয়ে আসা হয় । রবিবার সকালে শিবগঞ্জ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, সহকর্মী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *