আসলাম উদ্দিন আহম্মেদ কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার খাউরিয়ারচর এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও তার স্ত্রী অগ্রণী ব্যাংক চিলমারী শাখা থেকে ৯ জুলাই বেলা ১২টার দিকে পেনশনের ১ লক্ষ ৬৮ হাজার টাকা উত্তোলন করে অপরিচিত অটোরিক্সা যোগে রমনা ঘাটে এসে দ্রুত নৌকায় উঠে পড়ে। নৌকা উঠার পর দেখে তাদের টাকার ব্যাগটি নেই। পরে নৌকা থেকে নেমে দেখে অটোরিক্সা চালককে খুঁজে পায়নি। সে চলে গেছে।

পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে চিলমারী থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে চিলমারী থানার এস আই আব্দুল কাদের ও এ এস আই জাহাঙ্গীর আলম তথ্য প্রযুক্তির সহায়তায় সিসি টিভি ফুটেজ এর মাধ্যমে অটোরিকশাকে সনাক্ত করতে সক্ষম হয়। দুইদিনের নিরবিচ্ছিন্ন অভিযানে পলাতক অটোচালক রফিয়াল(৩৮) মিয়াকে আটক করে।

১২ জুলাই রাত ১২ টার দিকে ঝড়বৃষ্টি উপেক্ষা করে চিলমারী শিকার পাড়ার ওই অটোচালকের স্বীকারোক্তি মতে একটি পরিত্যক্ত বাড়ি হতে ব্যাগে রক্ষিত কাগজপত্রসহ এক লক্ষ আটষট্টি হাজার টাকা উদ্ধার করে অবসরপ্রাপ্ত শিক্ষকের নিকট ফিরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *