ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
গতকাল ২২ মার্চ শনিবার খুলনা জেলা প্রশাসন ও খুলনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় এর চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরবর্তীতে বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম । সভায় প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া । এ সময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।