ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনা কেএমপির লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম গত ২২ মার্চ শনিবার রাতে ঠিকরাবন্দ এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইসরাফিল মোল্লা ওরফে ইব্রাহীম মোল্লা (২০) ও মোঃ ফেরদাউস শেখ (১৯) নামের দুই চোর সিন্ডিকেটের সদস্যকে আটক করেছে ।

ধৃত চোরেরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা পূর্ব পাড়া এলাকার মোঃ ইউনুস মোল্লার পুত্র মোঃ ইসরাফিল মোল্লা এ/পি সাং- কানাইডাঙ্গা ও একই জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার মোঃ রেজওয়ান শেখের পুত্র মোঃ ফেরদাউস শেখ এ/পি সাং- উত্তর শৈলমারী।

এসময় ধৃত চোরদের হেফাজত হতে চোরাই মালামাল হ্যামকো কোম্পানীর ১২ ভোল্টের ২ টি ব্যাটারী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-২০, তারিখ-২৩/০৩/২০২৫ ইং, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *