আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম ১২ জুলাই শুক্রবার বেল ১ টার দিকে রৌমারী উপজেলার কলেজপাড়ার ভূইয়া মসজিদের সামনে থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ কুড়িগ্রাম সদরের পারবতিপুর গ্রামের মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম রফিয়াল (৪০) কে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#