সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার
২৪ মার্চ ২০২১: কুষ্টিয়ার মিরপুরের নিমতলায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার নাম খায়রুল ইসলাম(২৮)’। সে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলার চৌদুয়ার হঠাৎপাড়ার মৃত জালালের পুত্র খায়রুল।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে একই এলাকার ক্যানাল পাড়ার মৃত্যু আব্দুর রাজ্জাক মিস্ত্রীর পুত্র সাইদুলের বাড়িতে নিমার্ণ কাজ করতে ছিল।, এ সময় রড সোজা করার জন্য উচা করলে ঘরের উপরে থাকা কারেন্টের তারে বেঁধে কারেন্টে সর্ট লেগে মিস্ত্রী খায়রুল মাটিতে পড়ে যায়।
এ সময় স্থানীয়রা ছুটে এসে মিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।