শিখা আক্তার কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান সভাপতি শরিফুল ইসলামের প্যানেল জয়ী হয়।
বহুল আলোচিত উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেনা সহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিকুল পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ প্রশাসনের কঠোর বেষ্টনীতে শনিবার দুইটা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বর্তমান সভাপতি শরিফুল ইসলামের প্যানেলের পুরুষ অভিভাবক সদস্য মো. কাবিল হোসেন ১৯২ ভোট, মাসুম রেজা ১৮৪ ভোট ও মহিলা অভিভাবক সদস্য মোছা. আকলিমা খাতুন ১৯৩ ভোট এবং মোছা. ইসরাত জাহান ১৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার খন্দকার শরিফুল ইসলাম প্রিজাইডিং অফিসার থেকে নির্বাচন সম্পন্ন করেন। এই প্রথম ম্যানেজিং কমিটির নির্বাচন স্কুলটিতে অনুষ্ঠিত হয়েছে।
