আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর আলোচনা সভা,মিলাদ মহফিল, কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা।

উলিপুরের তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের আয়োজনে মাওলানা মহেব্বুল হাসান করিমীর সভাপতিত্বে ও বীর তোফায়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হযরত ফাতেমা(রাঃ) স্কুল ও কলেজের অধ্যক্ষ হাফেজ রুহুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমইয়াতে হিজবুল্লাহ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য মাওলানা আব্দুস সাত্তার।

বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোফাফখের আহমেদ শামছী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে, নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালিত করার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *