আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলায় গত চারদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা কখনো দেখা মেলে না।এবারই ব্যাতিক্রম।

কখনও হালকা আবার কখনও ভারি বৃষ্টিপাতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।বৃষ্টির কারণে বাইরে যাওয়াই দুষ্কর। কবি রবীন্দ্রনাথের ভাষায় ‘তোরা যাসনি ঘরের বাহিরে।’ সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে শ্রমজীবি মানুষজনকে।এসময় এমনিতে কাজ কম তার ওপর বৃষ্টিপাতের কারণে খেয়ে না খেয়ে তাদের দিন চলছে।

এছাড়া নদীর পার্শ্ববর্তী ও নিম্নাঞ্চলের লোকজন বন্যার শঙ্কায় আমন আবাদ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।
রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ সুবল চন্দ্র রায় বলেন, গত চারদিন ধরে হালকা ও মাঝারী আকারের বৃষ্টি হচ্ছে।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের বিকেল ৩ টার তথ্যমতে, জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯মি.মি।তবে দু’ একদিনের মধ্যে বৃষ্টিপাত কমতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *