আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নারীর সম অধিকার, সম সুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে এমজেএসকেএস এর জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প-ক্রিয়া কর্তৃক বাস্তবায়িত, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে “নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” বিষয়টির উপর বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগীতায় পক্ষে অংশগ্রহন করেন যাত্রাপুর বালিকা বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী এবং বিপক্ষে অংশগ্রহন করেন পাঁচগাছী বালিকা বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন, এমজেএসকেএস এর জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্প–ক্রিয়া প্রকল্পের প্রকল্প সম্বনয়কারী লুৎফর রহমান। প্রজেক্ট অফিসার রত্না রানী রায়ের পরিচালনায়, দুই পক্ষই যুক্তি তর্ক তুলে ধরে বিতর্ক প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন।

বিচারকগন বিভিন্ন বিষয়ে যেমন শব্দ চয়ন, বাচনভঙ্গি, তথ্য উপস্থাপন এবং যুক্তি খন্ডন এর উপর বিবেচনা করে নম্বর প্রদান করেন। বিচারকদের দেয়া নম্বর থেকে জানা যায়, যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন, পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষর্থীরা রানার আপ এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে পাচঁগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা রানী প্রিয়া নির্বাচিত হন। বিতর্ক প্রতিযোগিতায় শেষে পুরস্কার তুলে দেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লূৎফর রহমান সহ অন্যান্য বিচারক মন্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *