আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলায় মহান মে দিবস পালিত হয়েছে।দিবসটিতে কুড়িগ্রাম জেলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।জেলা প্রশাসন, শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর শাখার উদ্যোগে বাসস্ট্যান্ডে সকাল ১০টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।পতাকা উত্তোলন করেন ইউনিয়নের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়ন উলিপুর উপকমিটির সভাপতি হামিদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু।পরে মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উলিপুর বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র্যালী উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে পুষ্পস্তবক অর্পণ করে ও সেখানে এক মিনিট নিরবতা পালন করেন।পরে বক্তব্য রাখেন, শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমরেড দেলোয়ার হোসেন, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপকমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজ, ইমারত নির্মাণ ইউনিয়নের সভাপতি ফুলবাবু, লোড আন লোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি বীরমুক্তিযোদ্ধা গণি মিয়া।পরে র্যালীটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে বড় মসজিদ মোড়ে সমবেত হন। নেতৃবৃন্দের সমাপ্তি বক্তব্যের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেলার অন্যান্য উপজেলায় অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে।