আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী এলাকায় অবস্হিত এ এস এন ইটভাটায় পরিবেশ সনদ পত্র ও বৈধ অনুমতি না থাকায় ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে এ অবৈধ কার্যক্রমের দায়ে ভাটার মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযোগে জানা গেছে, ইট ভাটাটি দীর্ঘদিন ধরে এলাকায় কালো ধোঁয়া ও দূষণ ছড়িয়ে পরিবেশ ও স্থানীয় জনগণের স্বাস্থ্যের ক্ষতি করে আসছিল। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে জেলা প্রশাসনের এই অভিযানে এলাকার মানুষের জন্য স্বস্তি আসে।

অভিযানের সময় জেলা ম্যাজিস্ট্রেট জানান, “পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো রকম ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” এদিকে জেলার ৯ টি উপজেলায় আরো ইট ভাটা আছে, যা আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সচেতন জনগন দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *