কবিতাঃ ফাতরা ছেলে,লোভী নারী
এ,আর আল-আমীন ইসলাম
ফাতরা ছেলে হাঙ্গা করে
লোভী মেয়ে করে সাঙ্গা,
গোপন করে সব কিছুই
প্রকাশ হলেই চাঙ্গা,
পরিচয় খুঁজে পেট ভরলে
উপায় নাহি পায়,
গোপন করে হয়না লাভ
সংবাদ সম্মেলনে যায়।
চোখের জলে হয়যে নদী
লোভী মেয়ের বুক,
পরি শেষে গলায় দরী দিয়ে
পায় জীবনের সব টুকু সুখ।
কিছু নারী কেন তুমি কর এতো লোভ
লোভ যে তোমার মরন কাটা
তোমায় করে ভোগ,
যে জন পারে অন্যকে ছাড়তে
তোমার কিসের দাম,
তোমার লোভে একটি ভুলে
কতই নারীর বদনাম।
ফাতরা ছেলে নারী পিপাসা হয়ে থাকে মগ্ন
একটি ফাতরা ছেলে ভুলে
কতই ছেলে জীবন শুন্য।