বন্দর প্রতিনিধি:
বন্দরে কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রদিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের সহ সভাপতি রইস উদ্দিন হিরু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান মুকুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহা পরিচালক (পিআরএল) টেলি যোগাযোগ অধিদপ্তর; বি সি এস টেলিকম; বি এস সি ইঞ্জিনিয়ার; এম বি এ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল ওহাব।

বিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগম’এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন, কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য ডা. মশিউর রহমান অপু, সদস্য আলহাজ্ব মো: জবরুল ইসলাম, সদস্য সাইফুদ্দিন আহমেদ আনিছ, সদস্য আঃ মতিন মিঞা, সদস্য মো. হাবিব করিম ফয়সাল, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন সহ কদম রসূল শিশুবাগ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

পুরস্কার বিতরণের আগে বিদ্যালয়ের বর্ধিত অংশের উদ্বোধন করা হয়। প্রধান বক্তা অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা বাচ্চাদের বড় হওয়ার স্বপ্ন দেখাবেন যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা তাদের প্রতি আদর শাসন ও সুন্দর ব্যবহারের মাধ্যমে আগামীর প্রতিষ্ঠিত ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। আপনারা বাচ্চাদের প্রতি আরো শ্রম এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক সুশিক্ষা দিবেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *