আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) হাবিবুল হক প্রধানের
দাপ্তরিক মুঠোফোন নম্বর (০১৩২০১৩৭৪৫৪)‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর কাছ থেকে চাঁদা দাবি করা করেছে দুর্বৃত্তরা। গত কয়েকদিন ধরে এ ঘটনা ঘটে।

ওসি জাহাঙ্গীর হোসেন প্রধান বলেন
‘আমার মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। ঘটনাটি খুবই বিব্রতকর। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ডেকে
এধরনের ঘটনায় সজাগ থাকার জন্য বলা হয়ে হয়েছে।’

এবং সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে থানার নিজস্ব ফেইসবুক আইডি- ওসি, পীরগঞ্জ থানা, ঠাকুরগাও এ রবিবার বিকেলে একটি পোষ্ট দেওয়া হয়েছে।

এবিষয়ে ওসি জাহাঙ্গীর হোসেন প্রধান জানান, কে বা কাহারা থানার দাপ্তরিক মুঠোফোন নম্বর ‘ক্লোন’ চলমান ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের
ফোন দিয়ে ওসি পরিচয়ে নির্বাচনে বিজয়ী করে দেবেন বলে লাখ টাকা চাঁদা দাবি করা
হচ্ছে । এমন বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর এবিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রতারক চক্রের সদস্যদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

উল্লেখ্য,পীরগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে ১০ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১জন সাধারন সদস্য পদে ৩৩৫ সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ নভেম্বর পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *