নিজস্ব সংবাদদাতা:
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভার্নিং বডিং নির্বাচনে সরকার আলম, ওয়াহিদ সাদত বাবু বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবং ২ জন মহিলা প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় মাত্র ২ ভোটের ব‍্যবধানে নতুন মূখ পারভীন ইসলামকে পরাজিত করেছেন পুরাতন প্রার্থী দিলারা বেগম মায়া। এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করে ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন মাহবুব স‍্যার।

মাসব‍্যাপী প্রচার প্রচারণার পর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভার্নিং বডিং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পযর্ন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ‍্যদিয়ে ব্যালটের মাধ্যমে ভোট যুদ্ধের সমাপ্তি ঘটে।

প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন প্রার্থীর পক্ষে স্কুলের বাহিরে ক্যাম্পে পৃথক পৃথকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অবস্থান নিয়ে ভোট দিতে আসা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে।

সকাল থেকে বিকাল ৪ টা পযর্ন্ত প্রার্থীদের পক্ষের সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ভোটারদের কাছে গিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করার জন‍্য বিভিন্ন কৌশলে একটি ভোট চায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষিবিদ মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন- ঐতিহ্যবাহী
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভার্নিং বডিংয়ের সভাপতি বাবু চন্দন শীল, ম‍্যানেজিং কমিটির অন‍্যতম সদস‍্য সাংবাদিক আব্দুস সালাম ও অধ‍্যক্ষ কামরুল ইসলাম সহ স্কুলের বেশ কয়েকজন দায়িত্ববান শিক্ষক।

দিনব্যাপী ভোটারদের ভোট গ্রহণের পর কিছুক্ষণ চা-নাস্তার বিরতি, এরপর শুরু হয় ভোট গননা। নির্বাচন কমিশনার ও প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনে নিয়োজিত কর্তব্যরত ব্যাক্তিরা ভোট গননার কাজে অংশ গ্রহণ করেন।

নির্বাচনে অংশ নেয় মোট ৭ জন প্রার্থী। ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা সংরক্ষিত। প্রার্থীরা হচ্ছেন আমিনূল ইসলাম মিঠু , ওয়াহিদ সাদত বাবু, মোহাম্মদ সরকার আলম এবং মহিলা ২ জন সহ শিক্ষক প্রতিনিধি ২ জন। এই ৭ জনের মধ্যে ৪ জন জয়ী হন।

স্কুল সূত্র জানান অভিভাবক ভোটারের সংখ‍্যা সর্বমোট ১৬৫০ টির মধ্যে সর্বমোট ভোট কাষ্ট হয় ৭৪৩ টি।

পুরুষদের মধ্যে মোহাম্মদ সরকার আলম ৪৬৮ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ীদের প্রথমস্থানের আধিকারী হন। এরপর ওহাহিদ সাদত বাবু ৪১৪ ভোট পেয়ে দ্বিতীয় হন এদের ২ জনের নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আমিনূল ইসলাম মিঠু ৩৯৩ পেয়ে পরাজিত হন।

সংরক্ষিত আসন ২ জন মহিলার মধ্যে দিলারা বেগম মায়া ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং পারভীন ইসলাম বেবী ৩৬১ ভোট পেয়ে মাত্র ২ ভোটের ব‍্যবধানে পরাজিত হন।

দূর্ভাগ্য হলেও সত্যি যে, ২০ ভোট বাতিল হওয়াতে পরপর ২ বার ভোট গননার পরও নতুন প্রার্থী পারভীন ইসলাম বেবীকে মাত্র দুই ভোটের ব‍্যবধানে পরাজিত হতে হয়।

নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ সদর উপজেলার কৃষিবিদ মোহাম্মদ তাজুল ইসলাম সন্ধ্যার পর পরই সকল প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনের চুরান্ত ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দের বন‍্যা বয়ে যায়। প্রার্থীদের সমর্থকরা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা সহ অভিনন্দন জানান।

এরপর স্কুলের মাঠ প্রাঙ্গনে দাঁড়িয়ে বিজয়ী প্রার্থী মোহাম্মদ সরকার আলম, ওয়াহিদ সাদত বাবু ও দিলারা বেগম মায়া তাদের ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব‍্য রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- ভবিষ্যতে স্কুল উন্নয়ন শিক্ষার্থীদের পড়া লেখার মান আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে তাঁরা সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *