জোবায়েদ উর রহমান জোউর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-

আজ শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হলো সারা দেশে (এনটিআরসিএ) ১৮-তম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এরই ধারাবাহিকতায় পার্বতীপুর উপজেলার পৌরসভাধীন ১০ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে প্রায় ৬ হাজার শিক্ষার্থী নিয়ে এই পরীক্ষা। উল্লেখ্য অনুষ্ঠেয় পরীক্ষায় শতকরা ২০-২৫ ভাগ শিক্ষার্থী অংশ নেয়নি।

এই পরীক্ষায় একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হলো, শিক্ষার্থী/পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় ভেন্যুগুলো উপজেলা পর্যায়ে নেয়া হলেও কোথাকার শিক্ষার্থী কোথায় পড়ছে এ বিবেচনা করা হয়নি। পার্বতীপুরের ভেন্যুগুলো পরিদর্শনকালে ব্যতিক্রম কিছু শিক্ষার্থী লক্ষ্য করা গেছে। তারা হলেন, কেউ সুদূর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বা পঞ্চগড়ের আবার কেউ কেউ দু’একজন পার্বতীপুরের। তবে, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সমাজে একটা গুঞ্জন ছিলো, এ ধরনের পরীক্ষা জেলা লেভেলে গ্রহণ করে শিক্ষকেরা সম্মাণী পেয়েছিলেন, এক হাজার টাকা করে। কিন্তু ১৮-তম এনটিআরসিএ পরীক্ষায় উপজেলা পর্যায়ে শিক্ষকদের সম্মাণী দেয়া হয়েছে, ৪৫০ টাকা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *