মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন,একজন মানবিক মানুষ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বপ্ন পূরণে তোমরাই এগিয়ে যেতে পারবে । শিক্ষাখাতে বর্তমান সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একজন মানবিক মানুষ হতে তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দিবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।আইসিটি বিভাগেও তোমাদের পারদর্শী হতে হবে। বিশ্বের দরবারে দেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে । তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পড়াশুনা করতে হবে।মা-বাবার স্বপ্নগুলো পূরণে তোমাদেরকে কাজ করতে হবে।

৮ নভেম্বর দুপুর ১টার দিকে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কলাউজান সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২১সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলে তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা বলেছেন,
আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ায় বেশী করে মনোযোগ দিতে হবে। মানসম্মতভাবে পাঠদান করতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। তোমরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলবে।

বিদ্যালয়ের এডহক কমিটির সফল সভাপতি,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি , কলাউজানের আগামী দিনের কান্ডারী বাবু নিবাস দাশ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য,বিশিষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অাবদুল হাকিম চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ ইব্রাহীম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মিহির কান্তি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন
অনুপম মহাজন, মাস্টার প্রদীপ কান্তি দাশ, আমিরাবাদ ইউপির সাবেক ৯নং ওয়ার্ড মেম্বার, পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপের আহবায়ক মৃণাল কান্তি মিলন।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *