আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিন ব্যাপী ২৯তম বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে সকাল ১১ টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শহীদ মিনার চত্বরে মেলার প্রবেশ গেটে ফিতা কেটে উদ্বোধন করেন, বইমেলার উদ্বোধনী দিনের প্রধান অতিথি বিশিষ্ট কবি ও কলামিষ্ট, দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস্ ফেয়ার উলিপুরের প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি সেনা, এমএস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার আমীন, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী, প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন প্রমূখ।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *