আসলাম উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ” ব্যবসা শুরু ও উন্নয়ন ” বিষয়ক ১৫ ও ১৬ এপ্রিল ২ দিন ব্যাপী প্রশিক্ষণ তবকপুর ইউনিয়ন ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ৷ ছাড়াও এর পূর্বে ১৩ ও ১৪ এপ্রিল ২ দিন ব্যাপী দ্রুত আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আরডিআরএস বাংলাদেশ চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে এন আরকে – টেলিথিন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এ প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবক সচেতন করে তোলা, দ্রুত আয় বৃদ্ধি ও ব্যবসার মাধ্যমে অভিভাবকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণে তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মোছাঃ জিয়াসমিন আক্তার, ফিল্ড ফেসিলিটেটর কমল কান্তি রায়, বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ প্রমূখ। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন তবকপুর যুব সংগঠনের সাধারণ সম্পাদক কলি রাণী।

উল্লেখ্য, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে তবকপুর ইউনিয়নের ১০ জন, বজরা ইউনিয়নের ৮ জন ও গুনাইগাছ ইউনিয়নের ৫ জন বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবক অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *