নিজস্ব সংবাদদাতা:
অমর ২১শ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ নৌ অঞ্চলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন (বিপিএম-সেবা) এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ একেএম আমিনুল হক, এসআই মোঃ মহসিন, এএসআই মোঃ ফিরোজ, মোঃ মোখলেছুর রহমান ও মোঃ এরশাদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
পরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের স্যালুট জানান কর্মকর্তারা।